faster beard growth tips:এখন কার দিনে অনেক পুরুষই দাড়ি রাখতে ভালোবাসেন। দাড়ি একটি গর্বের বিষয় বলে মনে করেন। তাই কিভাবে দ্রুত দাড়ি বড়ো করা যায়’ এটি গুগলে একটি জনপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। উইকিহাউ অবলম্বনে ইন্ডিয়া টাইমস বাতলে দিয়েছে দ্রুত দাড়ি বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়।
মুখের যত্ন:- অন্তত সকালে ও সন্ধ্যায় একবার করে, হালকা গরম জল দিয়ে মুখের ত্বককে ভালো করে ঘষে মৃদু কোষ দূর করার চেষ্টা করুন। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়। এটি করলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়ার ত্বরান্বিত হবে।
কোকড়ানো দাড়ি:- কারো মুখে যদি বিক্ষিপ্তভাবে দাড়ি থেকে থাকে, তা কেটে ফেলুন। এগুলো সুষমভাবে দাঁড়ি বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
আমলকির তেল:- আমলকির তেল দ্রুত দাড়ি বৃদ্ধিতে সহায়তাকরে। ১৫ থেকে ২০ মিনিট আমলকির তেল দিয়ে মুখে ভালো করে মাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
নিয়মিত শেভ করুন:- বাচ্চাদের যেমন মাথার চুল ঘন করার জন্য বারবার ন্যাড়া করা হয়। তেমনি দাড়ির ঘনত্ব বাড়াতে গেলে নিয়মিত দাড়ি কামানো অত্যন্ত প্রয়োজন।
পেঁয়াজের রসের ব্যবহার:- পেঁয়াজের রস মুখের ত্বকে লাগালে দাড়ি গজাতে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই কাজে অংশগ্রহণ করে।
শরীরচর্চা:– মুখে কালো ও ঘন দাড়ি পেতে হলে, প্রতিনিয়ত শরীর চর্চা করুন। কারণ শরীর চর্চা করলে মুখমন্ডলের রক্ত সঞ্চালন বাড়ে। ফলে দাঁড়ি বৃদ্ধিতে সহায়তা করে।
চিকিৎসকের পরামর্শ:– চিকিৎসকরা বলছেন চাইলেই একদিনে ঘন দাড়ি গজাতে পারে না। তার জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। মাথার চুলের যত্ন আমরা যেমন নিয়ে থাকি, তেমনি মনের মত দাড়ি পেতে গেলে একই ভাবে দাড়িরও যত্ন নিতে হবে।
দাড়ি কামানোর যন্ত্র:– অন্যের মুখের ব্যবহার করা ব্লেড কখনো নিজের জন্য ব্যবহার করা যাবে না। প্রতিবার দাড়ি কাটবার আগে ব্লেটটিকে গরম জল দিয়ে ধুয়ে জীবাণু মুক্ত করুন। দাঁড়ি বড় হলে স্ট্রিমার ব্যবহার করতে পারেন।
দাড়ির তেল:– দুগাল ভর্তি দাড়ি গজাতে পারে, যদি আপনি এই বিশেষ তেলটি ব্যবহার করতে পারেন। চুলের মতোই দাড়ির জন্য বাজারে আলাদা তেল কিনতে পাওয়া যায়। বিশেষভাবে তৈরি করা হয় এই তেল। দাড়ি গজাতে যেমন সাহায্য করে তেমনি দাড়ি নরম মসৃণ রাখে।
নিয়মিত বিশ্রাম নিন:– আপনি যদি রণবীরের মত দাড়ি পেতে চান। তাহলে যথেষ্ট পরিমাণে বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম নিলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলি সেরে ওঠে ওর দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে।
আর ও জানুন-https://www.anandabazar.com/lifestyle/few-less-known-homely-ways-to-get-beard-faster-dgtl-1.924851