Hair Fall: চুল উঠে মাথায় টাক পড়ে যাচ্ছে? এটা মাখুন

Hair Fall: চুল উঠে মাথায় টাক পড়ে যাচ্ছে? এটা মাখুনচুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে আমরা কমবেশি সকলেই ভুক্তভোগী। দেখুন সারা দিনে ৫০ থেকে ১০০ টা চুল পড়া কিন্তু স্বাভাবিক বিষয় আবার সেই জায়গায় নতুন চুলও গজায়। কিন্তু সমস্যা সৃষ্টি হয় তখনই যখন চুল পড়ে যাওয়া জায়গায় আবার নতুন চুল না গজায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত কোন না কোন চিকিৎসা করে যাচ্ছি।

কিন্তু দেখা যায় বহু চিকিৎসা করার পরেও কোন প্রতিশ্রুতি বা ভালো ফল পাওয়া যায় না। তবে এই চুল পড়ার সমস্যা থেকে এবং পড়া চুলের জায়গায় নতুন চুল গজাতে সাহায্য করবে আমাদের খুব চেনা একটি পাতা।
চুল পরিচর্যার অন্যতম উপাদান হিসেবে বহু প্রাচীন যুগ থেকেই নিমের ব্যবহার করা হয়ে আসছে। চুলের বৃদ্ধির কাজে আসে এই নিম কারণ এতে রয়েছে উচ্চমাত্রায় ফ্যাটি। স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপাদন করতে সাহায্য করে। আবার চুলের গোড়াকে মজবুত করে তুলতে পারে।

দশ থেকে বারোটি নিম পাতা নিয়ে ভালো করে বেটে তার থেকে নির্যাস বের করে নিন। এটি চুলে অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে কাজ করবে। নিম পাতার এই নির্যাসের সঙ্গে কিছু পরিমাণ অলিভ অয়েল বা নারিকেল তেল মিশিয়ে নিন। সেটি সামান্য গরম করে চুলে আস্তে আস্তে মাসাজ করুন।


চুল পড়া কমাতে এবং টাকে চুল গজাতে হলে শুধুমাত্র বাইরে থেকে পরিচর্যা করলে চলবে না। শরীরের ভিতর থেকেও আপনাকে সম্পূর্ণভাবে পরিচর্যা করতে হবে। কারণ বাইরে থেকে সব কেমিক্যালি চুলের জন্য খারাপ। কারণ এটা আখেরে লাভ কিছুই হয় না, উল্টো আবার ক্ষতি হয় চুলের।


পেঁয়াজের রাশ নতুন করে চুল বজাতে সাহায্য করে। তাই আপনি এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেনি স্ক্যাল্পে। কারণ পিয়াজেঁর রসে থাকা উপাদান চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান কাজকরে। এই রস স্ক্যাল্পে লাগানোর সময় হালকা মাসাজ করুন, দেখবেন চুলে ম্যাজিকের মত কাজ করছে।
আমাদের খুব চেনা একটি পাতা সেটা হলো সজনে পাতা। এই পাতায় আয়রন, ভিটামিন এ, বি, সি, বায়োটিন এবং অ্যামাইনো এসিড আছে। যা আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে, এই পাতা স্কেল্পে কোলাজেন তৈরি করবে। তবে এই পাতা কিভাবে ব্যবহার করবেন সেটি সম্পূর্ণ জেনে নিন।

সজনে পাতা কেরোটিন তৈরি করে এবং ক্লোজেন বাড়াতে সাহায্য করে। তাই শুধু চুলে ব্যবহার না করে মুখেও মার্কস হিসাবে ব্যবহার করতে পারেন। এই পাতা নিয়মিত খেলে এক মাসের মধ্য টাকেও গজাবে চুল।

facial tips for oily skin: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়ার বিশেষ কিছু টিপস,জেনে নিন সকলে

Leave a comment